নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বেগম খালেদা জিয়ার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ কারাগার। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় সেই কারাগারে এখন বন্দি থাকবেন আওয়ামী লীগের নেতারা।
জানা গেছে, খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের জন্য প্রস্তুতিও নিয়েছিল কারা কর্তৃপক্ষ। কিন্তু করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে তিনি মুক্তি পান। এরপর কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। একের পর এক মামলায় খালাস পান খালেদা জিয়া। আর জেলে ফেরেননি তিনি।
অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার জন্য তৈরি করা সেই বিশেষ কারাগার নতুনভাবে চালু করছে। ১৫ মে থেকে সেখানে বন্দি স্থানান্তরের কথা রয়েছে। কারাগারটিতে রাখা হবে আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া মন্ত্রী, এমপি ও ভিআইপিদের।
কারাগার সূত্রে জানা গেছে, বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতোমধ্যে কারা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন ও জেলার হিসেবে শাখাওয়াত হোসেন দায়িত্ব নিয়েছেন। সিসিটিভি, জ্যামারসহ সব নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হচ্ছে।
কারা কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার হওয়া প্রভাবশালী নেতাদের এই কারাগারে স্থানান্তর করা হবে। বর্তমানে গ্রেপ্তার হওয়া ভিআইপির সংখ্যা ১৪৬ জন।
সর্বশেষ
সর্বশেষ, বিশেষ সংবাদ, আন্তর্জাতিক,
সর্বশেষ, রাজধানী, বিশেষ সংবাদ,
সর্বশেষ, বিনোদন,
সর্বশেষ, বিশেষ সংবাদ,
সর্বশেষ, রাজধানী, বিশেষ সংবাদ,
সম্পর্কিত খবর
সর্বশেষ, বিশেষ সংবাদ, আন্তর্জাতিক,
সর্বশেষ, রাজধানী, বিশেষ সংবাদ,
সর্বশেষ, বিনোদন,
সর্বশেষ, বিশেষ সংবাদ,
সর্বশেষ, রাজধানী, বিশেষ সংবাদ,
সর্বশেষ, বিশেষ সংবাদ, আন্তর্জাতিক,
সর্বশেষ, অপরাধ, বিশেষ সংবাদ, আইন,
সর্বশেষ, রাজধানী, রাজনীতি, অপরাধ, বিশেষ সংবাদ,
সর্বশেষ, রাজধানী, রাজনীতি, বিশেষ সংবাদ,
সর্বশেষ, রাজনীতি, আন্তর্জাতিক,
সর্বশেষ, সাহিত্য,
সর্বশেষ, রাজধানী, অর্থনীতি,